১০ দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
- আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করাসহ ১০ দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এতে পণ্য পরিবহন বন্ধসহ চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণ, মৃত্যুকালীন ভাতা ১০ লাখ টাকা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশসহ ১০ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে লাইটার জাহাজ শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরেও পুর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা।
বরিশালে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটের সকল যাত্রীবাহি লঞ্চ চলাচল। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সকাল থেকে অভ্যন্তরীণ রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।
পটুয়াখালী থেকে ঢাকা গামী যাত্রারা পরেছে চরম দুর্ভোগে। পটুয়াখালী জেলার কোন ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়নি লঞ্চ। মালামাল পরিবহনে নিয়োজিত নৌযান তেমন চলাচল করতে দেখা যায়নি। লঞ্চ টার্মিনালে শুনশান নীরবতাবেকার সময় কাটাচ্ছে নৌ শ্রমিকরা।
খুলনার শ্রমিকরা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নৌযান পরিচালনা থেকে বিরত রয়েছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা মো. মমিন উল্লাহ বলেন, লঞ্চ মালিক, শ্রমিক ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বসে এই সমস্যার দ্রুত সমাধান করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।