১০ বছরেও হয়নি সড়ক সংস্কার, সাতক্ষীরা শহরের বেহাল দশা
- আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯১৬ বার পড়া হয়েছে
কার্পেটিং উঠে সাতক্ষীরা শহরের কলেজ সড়কসহ বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও পিচের ঢালাই উঠে গেছে। সড়কজুড়ে ছোট-বড় হাজারো গর্ত। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। চারদিকে ধূলা আর ধূলা। ১০ বছরে কোন সংস্কার না হওয়ায় নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন, সড়কগুলোর নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে।
সাতক্ষীরা পৌরসভায় দুই লাখ মানুষের বসবাস। শহরের গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে দিন-রাতে অসংখ্য মানুষ চলাচল করছে। সরকারি কলেজ সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় রয়েছে। দশবছরেরও সংস্কার না হওয়ায় নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। প্রতিদিন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে, ঘটছে দূর্ঘটনা জানান এই শিক্ষা কর্মকর্তা।
সড়কের দুই পাশে রয়েছে একাধিক সরকারি অফিস ও বাসভবনসহ শিক্ষা প্রতিষ্ঠান এরপরও ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। পৌর রাস্তাগুলো সংস্কারের জন্য বিভিন্ন সময়ে স্থানীয়রা আন্দোলন–সংগ্রাম করলেও কোনো লাভ হয়নি জানান সুশীল সমাজ। সড়ক গুলোর নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু করা হয়েছে জানান পৌর কর্তৃপক্ষ। পোস্ট অফিসের সামনে থেকে পুরোনো হাটখোলা পর্যন্ত সড়ক দ্রুত মেরামতের দাবি পৌরবাসীর।