১০ বছর ক্ষমতায় থেকেও রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বিএনপি
- আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে যেসব রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসেছিলো, ১০ বছর ক্ষমতায় থেকেও তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বিএনপি। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় তিলোত্তমা চট্টগ্রাম নামের একটি সংগঠনের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, সরকারের কুটনৈতিক সাফল্যের কারনেই আজ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকার ও সেদেশের সেনাবাহিনীর বিচার হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া যখন সুগম হচ্ছে, তখন পরিস্থিতি ঘোলা করে এই সংকট আরো ঘনিভুত করার ষড়যন্ত্র করছে বিএনপি। কিন্তু অতীতের মতো এই ষড়যন্ত্রও সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই রোহিঙ্গা সংকট সমাধান হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি এএসএম আবু তৈয়ব উপস্থিত ছিলেন।