১১ আগস্ট থেকে টিকাগ্রহণকারীরাই কেবল চলাচল করতে পারবেন : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৫:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
১১ আগস্ট থেকে টিকাগ্রহণকারীরাই কেবল চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি আরো জানান, কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে।
সভায় আরো সিদ্ধান্ত হয়, করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে চলমান ১০ আগস্ট পর্যন্ত নেয়া হয়েছে। দোকানসহ ব্যবসা-প্রতিষ্ঠান খুলবে পরদিন আগামী ১১ আগস্ট থেকে। মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম আগামী ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রত্যেককে স্থানীয় টিকাদানকেন্দ্রে গিয়ে টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। জানান, কেউ অসত্য তথ্য দিয়ে কাজে যোগ দিতে পারবে না। আইন শৃঙ্খলাবাহিনীর কাছে ধরা পড়ে যাবে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব, সচিব ও বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রধানরা অংশ নেন। আগামীকাল ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করা আছে।