১১ দফা দাবিতে ফের দুই দিনের সময় বেধে কাজে যোগ দিয়েছে রাষ্ট্রয়াত্ব পাটকলের শ্রমিকরা
- আপডেট সময় : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া আদায়সহ ১১ দফা দাবিতে ফের দুই দিনের সময় বেধে কাজে যোগ দিয়েছে চট্টগ্রামের ৯ টি রাষ্ট্রয়াত্ব পাটকলের শ্রমিকরা।
টানা চার দিন অনশন কর্মসূচী পালনের পর সকাল থেকে কাজে যোগ দেয় শ্রমিকরা। এর আগে শুক্রবার রাতে আমিন জুট মিলের গেটে সমাবেশ থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যে দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দেন আন্দোলনরত শ্রমিকরা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে ফের পরিবার পরিজন নিয়ে আমরণ অনশনে যাবার ঘোষণা দেন তারা। মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরী আদায়সহ ১১ দফা দাবিতে গেল মঙ্গলবার থেকে প্রতিটি মিলের গেটে আমরণ অনশন কর্মসূচী পালন করে পাটকল শ্রমিকরা। টানা চার দিন অনশনে থেকে অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
…..
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলগুলোতেও আমরন অনশন কর্মসূচি স্থগিত করেছে শ্রমিক নেতারা। গেল রাতে, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে ৩দিনের জন্য কর্মসূচী স্থগিত করেন তারা।