১১ দফা দাবি আদায়ে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন অব্যাহত

- আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের এই কর্মসূচিতে খুলনা, চট্টগ্রাম, নরসিংদী, রাজশাহী ও সিরাজগঞ্জ মিলগেটে এ অনশন কর্মসূচিতে অসংখ্য শ্রমিক অংশ নিয়েছেন। এরই মধ্যে ছয় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচির সমর্থনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলা বিএনপি এই কর্মসূচি আয়োজন করে। এছাড়া, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের অনশন কর্মসূচির পঞ্চমদিনে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় ৫০ ভর্তি করা হয়েছে জনকে হাসপাতালে।
চট্টগ্রামে পঞ্চম দিনের মতো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলছে আমরণ অনশন কর্মসূচি। কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে চকবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ম দিনের মত আমরণ অনশন করছেন নরসিংদীর ইউএমসি জুটমিল শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করছেন শ্রমিকরা। দাবি আদায়ের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানান তারা।
সটঃ মো. সফিকুল ইসলাম মোল্লা, সভাপতি, ইউ,এম,সি জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, নরসিংদী।
দ্বিতীয় দফায় প্রথম দিনের মত আন্দোলন শুরু করেছে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের শ্রমিকরা। জাতীয় জুট মিলের প্রধান গেটের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। বকেয়া পরিশোধসহ ১১ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা।