১২৩ তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে কাজী নজরুলকে স্মরণ
- আপডেট সময় : ০৫:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
কালজয়ী অসংখ্য গান ও কবিতার স্রষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ১২৩তম জন্মদিন। ১৮৯৯ সালে ২৫ মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সাম্য, দ্রোহ ও মানবতার কবি। তবে কৈশোর ও তারুণ্যের বড় একটি সময় ছাড়াও বার্ধক্যের দিনগুলো কেটেছে বাংলাদেশে। সমগ্র জীবন জুড়ে ছড়িয়েছেন বিপ্লব, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা। জাতীয় কবির জন্মদিন উপলক্ষ্যে কুমিল্লায় আয়োজন করা হয় তিনদিনের অনুষ্ঠান। অংশ নেন তথ্যমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, কবির নাতনীসহ অনেকে।
সৃষ্টিশীল অনন্য এক প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। প্রেমে পূর্ণ, বেদনায় নীল আবার প্রতিবাদে মূখরীত স্বত্বা কাজী নজরুল; অবিরত প্রেরনার উৎস। বাঙ্গালির আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা কাব্য প্রতিভা তিনি। শেষ বয়সে পান বাংলাদেশের জাতীয় কবির উপাধি।
তাঁকে স্মরণ করতে সারাদেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। বিদ্রোহী কবির গান, কবিতা ও রচনায় স্মরণ করেন নজরুলপ্রেমীরা।
দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী, এমপি, ও পরিবারের সদস্যরা। কবির নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী। এমন আয়োজনে মুগ্ধ হয়ে কুমিল্লাবাসীকে ধন্যবাদ দেন তারা। কবি নজরুলকে স্মরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সট : খিলখিল কাজী, কাজী নজরুল ইসলামের নাতনী
অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ জাতীয় কবির লেখনীর নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে তিনি সমসমায়িক রাজনীতি নিয়েও কথা বলেন।
এছাড়া, নানা আয়োজনে জাতীয় কবি নজরুলের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সকালে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা এবং রেলীর আয়োজন করে।
নানা আয়োজনে চুয়াডাঙ্গায় কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজরিত আটচালা ঘরের সামনে নজরুলের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বের হয় শোভাযাত্রা।