১২ চিকিৎসকের বদলিতে সংকট আরো প্রকট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে
- আপডেট সময় : ০৮:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৮ বার পড়া হয়েছে
১২ চিকিৎসকের বদলিতে সংকট আরো প্রকট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। এতে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বেড়েছে অন্যদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।
বেলা প্রায় বারোটা। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এ চিকিৎসকের চেয়ার তখনও খালি। বাইরে রোগীদের দীর্ঘ লাইন। চিকিৎসকের খোঁজ নিতেই জানা গেল, তিনি তখনও হাসপাতালে ভর্তি বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখছেন।
গত ২৮ নভেম্বর পদোন্নতি দিয়ে একই সাথে ১১ চিকিৎসকের বদলি করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর বদলী করা হয় আরো ২ জনকে। ৫৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছেন ৩৫ জন। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে চক্ষু বিভাগ।
চিকিৎসক সঙ্কটের কারণে একই সাথে আন্তঃ ও বহির্বিভাগে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালের এই পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩০ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় এই হাসপাতাল।