১৩টি দেশের ৩৭ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১৯০১ বার পড়া হয়েছে
মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৩টি দেশের ৩৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্ট তাদের নাম ঘোষণা করে। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় রয়েছে আফগানিস্তানের ২, আফ্রিকার ৩, কঙ্গোর ৫, হাইতির ৪, ইন্দোনেশিয়ার ৪, ইরানের ২, লাইবেরিয়ার ১, চীনের ৫, রাশিয়ার ১, সুদানের ৩ এবং সিরিয়ার ৩ জন।
ইতোমধ্যেই চীন, ইরানসহ বেশ কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেছে চীন।