১৩ বছরেও পুরোপুরি চালু হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালের ট্রমা সেন্টার
- আপডেট সময় : ০৯:৫৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
১৩ বছরেও পুরোপুরি চালু হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালের ট্রমা সেন্টার। সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে কোটি টাকার জিনিসপত্র।এছাড়া ট্রমা সেন্টারটি ঘিরে রাতে বসে মাদকের আড্ডা।
দুই কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ২০০৬ সালে গণপূর্ত বিভাগ ২০ শয্যার ট্রমা সেন্টারের নির্মাণ কাজ শেষ করে। পরে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সব সুযোগসুবিধা দিয়ে স্বাস্থ মন্ত্রনালয় আউটডোর ও ইনডোর চালুর ঘোষণাও দেয়। তা আজো বাস্তবায়িত হয়নি। আইসিইউ,সিসিইউসহ এক্সরে, ইসিজি, জেনারেটর, আল্ট্রাসোনগ্রাফি ও অপারেশন থিয়েটারের সব প্রয়োজনীয় যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। সার্জারী ডাক্তার নেই। বর্তমানে দু’জন মেডিকেল অফিসার ও একজন ফার্মাসিস্ট, ৮ সেবিকা শুধু আউটডোরে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা। এখানে বিদ্যুৎ, এ্যাম্বুলেন্স,পানি ও খাবারের কোন ব্যবস্থাই নেই ।
স্থানীয়রা জানান, দূর্ঘটনায় আহত রোগীরা চিকিৎসা না পেয়ে যাচ্ছে অন্য হাসপাতালে। সেন্টারটিতে কর্মরতদের বেতন পরিশোধসহ সেন্টারটি চালুর জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সিভিল সার্জন।