১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণরোধে ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মহাসিন উদ্দিন জানান, সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়। তবে সকালে বাংলাদেশী বিপুল সংখ্যক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। যারা ভারতে অবস্থান করছেন তারা যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত ভারতে যেতে পারবেন পাসপোর্ট যাত্রীরা। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে।