১৩ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
১৩ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে প্রেসিডেন্ট হিসেবে নতুন রেকর্ড করলেন তিনি।
ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিয়ে এ তথ্য জানান বাইডেন।
করোনা মহামারির ধাক্কা সামলে চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ৬ শতাংশ বাড়বে বলেও জানান এ ডেমোক্র্যাট নেতা। ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের পরিকল্পনার পক্ষেও বেশ কিছু যুক্তি তুলে তুলে ধরেন জো বাইডেন। জো বাইডেন তার বক্তব্যের শুরুতেই ঘোষণা দেন, সংকটকে কাজে লাগিয়ে দেশের পক্ষে সুফল এনেছে তার প্রশাসন।