১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে ফুলের বাজারজাত নিয়ে উদ্বিগ্ন যশোর
- আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে ফুলের বাজারজাত নিয়ে উদ্বিগ্ন যশোরের গদখালীর গোলাপ চাষীরা। লাভের আশা নিয়ে মৌসুমের শুরুতেই ফুলবাগান পরিচর্যা শুরু করলেও পৌষের মাঝামাঝি থেকে বৈরী আবহাওয়ায় অধিকাংশ বাগানে দেখা দিয়েছে ভাইরাসের আক্রমণ। সাধ্যমতো চেষ্টা করেও অনেকেই সমস্যার সমাধান করতে না পারায় গাছে গোলাপ ধরেছে কম।
নয়নাভিরাম গোলাপ ছাড়া কল্পনা করাই অসম্ভব বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বজুড়ে তরুণ তরুণী আর কপোত কপোতিদের কাছে গোলাপ ভালোবাসার নাম। প্রিয়জনের মন ভোলাতে, মনরাঙাতে বাহারি ফুলের বিকল্প নেই।
ফুল সাম্রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী এলাকার ফুলচাষীরা বছরজুড়ে বেচাবিক্রি করলেও লাভ লোকশানের বড় হিসাবটা মেলান ভালোবাসা দিবসে। কিন্তু এবার দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার যশোরের গদখালিতে ফুল চাষীদের কপালে ভাঁজ। বিরুপ আবহাওয়ার কারণে ভাইরাসের আক্রমণে ফুল ফুটেছে কম, যা ফুটেছে তাও কুড়িতে নষ্ট হয়ে যাচ্ছে।
তবে অনেকটা গোলাপ নির্ভর বিশ্ব ভালোবাস দিবসে গোলাপের পাশাপাশি জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্র মল্লিকা, গাদা প্রায় সবফুলই কমবেশি বিক্রি হয়ে থাকে। এবছর গোলাপ ক্ষেতে পোকার আক্রমণ হলেও অন্যান্য ফুলের ফলন হয়েছে বেশ।
ফ্লাওয়ার সোসাইটির সভাপতি বলছেন, বিরুপ আবহাওয়ার কারণে গোলাপের ফলন বিপর্যয় লাভ-লোকশানের হিসাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে অনেক গোলাপ ক্ষেত ছত্রাকের আক্রমণের শিকার হয়েছে। সমস্যা সমাধানে চাষীদের নানা পরামর্শ দিয়েছেন তারা ।
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাস দিবস ও একই দিনে বসন্ত উৎসব উদযাপিত হবে।
*বৈরী আবহাওয়ায় গদখালীর গোলাপ বাগানে ভাইরাসের আক্রমণ/ বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে ফুলের বাজারজাত নিয়ে উদ্বিগ্ন চাষীরা