১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা
- আপডেট সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
১৪ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। চতুর্থ ধাপে ভোট হবে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায়ও। প্রার্থীরা দিচ্ছে নানা উন্নয়ণ প্রতিশ্রুতি। তবে, ভোটাররা নাগরিক সুবিধার শতভাগ নিশ্চয়তা চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন।
এবার নোয়াখালীর চাটখিল পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে। প্রার্থীরা দিনরাত চালিয়ে যাচ্ছে প্রচারণা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চলছে মিটিং, মিছিল ও পথসভা। ভোটারা জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।
বিএনপি’র মেয়র প্রার্থী মনে করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী নৌকায় ভোট দেবে বলে আশা করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী। সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানায় সংশ্লিষ্টরা। চাটখিল পৌরসভায় মোট ভোটারের মধ্যে পুরুষ ১২ হাজার ৪৮৫ এবং নারী ১২ হাজার ৪৫১ জন ।
২০০১ সালে গঠিত ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো। বেশিরভাগ রাস্তা-ঘাটই পাকা। তবে, রয়েছে বিদ্যুৎ ও ড্রেনেজ সমস্যা। নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে নাগরিক সুধিবা নিশ্চিতের দাবি জানিয়েছে ভোটাররা।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নির্বাচিত হতে চান বিএনপি’র মেয়র প্রার্থী। অন্যদিকে বিজয়ী হয়ে ফুলপুরকে ফুলের মতো সাজাতে চান আওয়ামী লীগের প্রার্থী। এছাড়াও, নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তিন স্বতন্ত্র মেয়র প্রার্থী।