১৪ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, ২৯ বছরেও তা হয়নি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
গেল ১৪ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা বিগত ২৯ বছরে হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জের মিঠমইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সরকার প্রধান বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক চেষ্টা করছে সরকার।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের মিঠমইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।
পতাকার পর বেলুন উড়িয়ে গৌরবময় আরেক অগ্রযাত্রার বার্তা ছড়িয়ে দেয়া হয় বাংলাদেশের আকাশে।
বক্তব্যের শুরুতে নবগঠিত সেনা নিবাসের নামকরণে নেপথ্য কারণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসংগে তুলে ধরা হয় সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার গৃহীত নানা পদক্ষেপের কথা।
দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকারের অব্যাহত চেষ্টা ও সাফল্যের কথাও বলেন শেখ হাসিনা। সবশেষে নবগঠিত সেনানিবাস নির্মাণের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।