১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকার ২০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক
- আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকার ২০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের তথ্য দিয়ে, সদস্যপদ পেতে আরও একধাপ এগিয়েছে বাংলাদেশ।
রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক’র বৈঠক। পরে সংবাদ সম্মেলনে একনেক সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, যে কোনো মূল্যে মুদ্রাস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এসময় ড. ইউনুসের প্রোপাগান্ডা সুপার পাওয়ার লেভেলের বলে মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।