১৫ আগস্টের ঘটনার সাথে কারবালার ঘটনার মিল রয়েছে : শেখ হাসিনা
- আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
১৫ আগস্টের ঘটনার সাথে কারবালার ঘটনার মিল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যের এ কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ৭৫ পরবর্তী জিয়াউর রহমান ক্ষমতায় এসে সারাদেশে খুনের রাজত্ব করেছিলো। এছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান, প্রধানমন্ত্রী।
রোববার রাজাধনীর বঙ্গব্ন্ধু এভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনার সভার আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারবালার ঘটনায় কোন নারী-শিশুকে হত্যা করা না হলেও ৭৫-এর ১৫ আগস্ট তা করা হয়ছে।
এ সময় গণতান্ত্রিক সরকার না থাকায় জিয়াউর রহমানও ইয়াহিয়াদের পথ অনুসরন করেছিলো বলে মন্তব্য করেন তিনি।যুদ্ধাপরাধী ও অবৈধ ক্ষমতা দখলকারী রাজনৈতিক দল থেকে আসা লোকদের থেকে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহবান জানান প্রধানমন্ত্রী। এছাড়া বৈশ্বিক সংকট করোনা কালে বিভিন্ন প্যাকেজ, প্রণোদনা দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে সচেতন থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।