১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের আশ্বাস তথ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
লোডশেডিং সমস্যা সাময়িক উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সমুদ্র দিবসের অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বড় বড় কথা বলে। বিদ্যুৎ দেবে বলে খাম্বা লাগিয়েছিল। অথচ বর্তমান সরকার দেশে শতভাগ বিদ্যুৎ দিয়েছে। বিশ্বমন্দার প্রভাবে বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দেয়ায় জনগণকে ধৈর্য ধরার অনুরোধ করেন ড. হাছান মাহমুদ। চলতি মাসের মধ্যেই এ সমস্যা ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি। নির্বাচন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপি যেসব দেশের কাছে ধরনা দেয়, সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ড. হাছান মহমুদ।