১৬ টাকার বেশি দামে চামড়া কিনবেন না চট্টগ্রামের আড়তদাররা
- আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বাণিজ্য মন্ত্রণালয় আর ট্যানারী মালিক এসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা বাইরের চামড়া প্রতি বর্গফুটের দাম ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করে দিলেও ১৬ টাকার বেশি দামে চামড়া কিনবেন না চট্টগ্রামের আড়তদাররা। তাদের দাবি লবন ও শ্রমিকের দাম বাড়ার পাশা-পাশি ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ না করায় ঝুঁকি নিতে রাজি নন তারা। আর ট্যানারী মালিকরা বলছেন, করোনার কারণে গেল বারের চামড়া বিক্রি না হওয়ায় সংকটে তারাও। তাই সরকারের সহায়তা ছাড়া চামড়ার মতো জাতীয় সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাড়িয়েছে।
কোরবানী ঈদের আর মাত্র এক দিন বাকি। এখনো ঢাকার ট্যানারীগুলো থেকে চামড়া কেনার চাহিদাপত্র আসেনি চট্টগ্রামে। একইসাথে গত বছরের বকেয়া টাকাও পরিশোধ করেননি ট্যানারী মালিকরা। তাই গুদাম সংস্কারের পাশাপাশি লবণ ও শ্রমিক সংগ্রহ করেও মুলধনের অভাবে অনিশ্চয়তায় ভুগছেন আড়তদাররা। তাদের দাবি বকেয়া টাকা পরিশোধ না করলে এবারো চামড়া কিনতে পারবেন না তারা।
গেল কোরবানী ঈদে চট্টগ্রামের আড়তদাররা চামড়া না কেনায় বিপুল পরিমান জাতীয় সম্পদ নষ্ট হয়ে যায় এভাবেই। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। সে সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্ততায় বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন ট্যানারী মালিকরা। কিন্তু সে প্রতিশ্রুতি রাখেননি তারা। আর ট্যানারি মালিকরা বলছেন, বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের চাহিদা কমেছে অনেক। এর ওপর করোনা মহামারির কারণে বিপুল পরিমান রপ্তানীযোগ্য চামড়ার স্টকলড হয়েছে ট্যানারীগুলোতে।
চট্টগ্রামের তালিকাভুক্ত ১২৯ জন কাঁচা চামড়া ব্যবসায়ীসহ দেড়শো জন আড়তদার কোরবানীর চামড়া সংগ্রহের পর লবণজাত করে সরবরাহ করেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ট্যানারীতে। প্রতি বছর ঈদের অন্তত ৭ দিন আগে আড়ৎগুলোতে চামড়ার চাহিদাপত্র ও বকেয়া টাকা এলেও এবার তা এখনো আসেনি।