১৭ থেকে ২৬ মার্চ- ঢাকায় রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের নিষেধাজ্ঞায় ফখরুলের প্রতিবাদ
- আপডেট সময় : ০৯:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ঢাকায় রাজনৈতিক কর্মসূচির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞায় বিস্ময় প্রকাশ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। হঠাৎ করে ডিএমপি থেকে এ ধরনের নির্দেশনা বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে সরকারের কৌশলগত বাধা বলে মন্তব্য করেন তিনি। তাই অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহার করে বিএনপিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।
বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন।
এতে পুলিশের পক্ষ থেকে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ঢাকা মহানগরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ায় কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন শুধু আওয়ামী লীগের একার অধিকার কিনা- সে প্রশ্ন তুলে, ডিএমপির নির্দেশনার ব্যাখ্যা দাবি করেন বিএনপি মহাসচিব।
ডিএমপি’র নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করে আগ্রহী সকল রাজনৈতিক দল ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের অনুষ্ঠানে কোনো বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
১৭ মার্চ থেকে ২৬ মার্চ রাষ্ট্রীয়ভাবে নেয়া কর্মসূচির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সরকারি অনুষ্ঠানের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। বিদেশি মেহমানদেরও সম্মান করে তাদের দল।
জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়ার খেতাব বাতিলের এখতিয়ার জামুকার নেই। সরকার এটা করলে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।