১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীর যান চলাচল নিয়ন্ত্রিত হবে
- আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকার যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে জানিয়েছেন ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, বিদেশি অতিথি ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেয়ায় মহানগরীর কিছু সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটবে। দুপুরে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মনিরুল ইসলাম। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বিরোধী যে কোন কর্মসূচির বিরুদ্ধে পুলিশ শক্তভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের আগমন উপলক্ষে নিরাপত্তা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম।
এ সময় অতিথিদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীবাসীকে সময় নিয়ে ঘর থেকে বের হতে বলেছেন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে কেউ মিছিল-মিটিং করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
এ সময় রাজধানীতে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি অনুরোধও জানান মনিরুল ইসলাম।