১৮৮টি দেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পাইলটদের লাইসেন্স ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে তা পূরণে ব্যর্থ হওয়ায় ১৮৮টি দেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স- পিআইএ।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা- আইসিএও এক চিঠিতে পাইলটদের লাইসেন্স ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম পূরণে ব্যর্থ হওয়ায় পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি- পিসিএএকে সতর্ক করেছে। তবে এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিমান পরিবহণ শিল্পে বিপর্যয় নেমে আসবে বলে মনে করছে পিসিএএ। গত জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য পিসিএএ প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছে।