মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এসব সংঘর্ষে একসংগে এত মানুষের মৃত্যু হয়।
শনিবার সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হওয়ার ব্যাপারে মিশরের স্থানীয় সংবাদমাধ্যম আল-আহরাম বলেছে, ওয়াদি আল-নাতরুনের কায়রো আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩৫ জনের মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলছে।