১৮ নভেম্বর রাজধানীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি
- আপডেট সময় : ০৮:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক-শ্রমিক আর সরকার মিলে অবৈধভাবে একচেটিয়া ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ তুলেছে যাত্রী কল্যাণ সমিতি। এদিকে, শুধু ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রেখেই জ্বালানি তেলের দাম ও গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে বলে মন্তব্য ক্যাব চেয়ারম্যানের। প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।
রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে। বাস্তবায়ন হয়নি সরকারের আশ্বাস। যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধির সমালোচনা করেন তিনি। বিআরটিএ ও বিআইডব্লিউটিএ’র অনেকেই মালিকদের পকেটে ঢুকে পড়েছে বলে অভিযোগ তাদের।
ক্যাব সংবাদ সম্মেলনের ডাকে অনলাইনে। ক্যাব চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান বলেন,করোনায় রোজগার কমে গেছে মানুষের। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মাঝে নতুন করে, জ্বালানি তেল ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, জনজীবনকে বিপর্যস্ত করে তুলবে বলে মনে করেন তিনি। সরকারি কোষাগার থেকে জ্বালানি নিরাপত্তা তহবিলে অর্থায়নের আহবান করা হয় সংবাদ সম্মেলনে।
এদিকে, জ্বালানি তেল ও পরিবহণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৮ নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এমএ সামাদ। সমাবেশে তিনি বলেন, সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে হরতাল আহ্বান করা হয়েছে।