১৯৭১ সালের এ দিনে হানাদার মুক্ত হয় খুলনা, ফরিদপুর ও রাঙ্গামাটি
- আপডেট সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আজ ১৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে হানাদার মুক্ত হয় খুলনা, ফরিদপুর ও রাঙ্গামাটি।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালীর বিজয় অর্জিত হলেও পাকবাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিলো ১৭ ডিসেম্বর। এদিনে শিরোমনি এলাকায় মুক্তিসেনাদের কাছে এক হাজার পাকিস্তানী বাহিনী আত্মসর্মপন করে। ১২ ডিসেম্বর সকালে হঠাৎ করে পাকিস্তানী সেনাদের এই ঘাটিতে চারিদিক থেকে আক্রমন চালায় মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনী ও মুক্তিসেনাদের সাড়াশি অভিযানে শেষ পর্যন্ত পরাজিত হয় পাকিস্তানী বাহিনী।১৭ ডিসেম্বর দুপুরে শিরোমনি এলাকায় ৮নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্র বাহিনীর প্রধান কে এম সিং এর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানীরা ।
সারাদেশের মানুষ যখন ১৬ ডিসেম্বর বিজয় উল্লাস করছিল ঠিক তখনও ফরিদপুরের মুক্তিযোদ্ধারা যুদ্ধ চালিয়ে যেতে থাকেন।১৭ ডিসেম্বর দুপুর পর্যন্ত পাকবাহিনী ও বিহারীদের সাথে যুদ্ধ চলে মুক্তিযোদ্ধাদের।একপর্যায়ে বেলা ১২টার দিকে আত্মসমর্পনে রাজী হয় পাকিস্তানী বাহিনী।
১৯৭১ সালের এ দিনে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতেও হানাদার মুক্ত হয়।তোলা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।এ উপলক্ষে নানা আয়োজনে রাঙ্গামাটিতে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।