১৯৯০ সালের পর থেকেই দেশে গণতান্ত্রিক চর্চা নেই : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
১৯৯০ সালের পর থেকেই দেশে গণতান্ত্রিক চর্চা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে বনানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদই সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের আইন করেন বলে জানান জিএম কাদের।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বনানীতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ পার্টির কো-চেয়ারম্যান এবং সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্যরা।
সভাপতির বক্তব্যে সংসদীয় গণতন্ত্রের নামে সংবিধানে ৭০ ধারা সংযোজনের সমালোচনা করেন জিএম কাদের।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধে স্বাধীনতা পেলেও এখনো জাতি অর্থনৈতিক মুক্তি পায়নি। উপরন্তু এই সরকারের আমলে বাক স্বাধীনতাও হারিয়ে ফেলেছে।
অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা।