১৯ জেলায় নতুন করে ৫১৪জনের করোনা শনাক্ত হয়েছে
- আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, মৌলভীবাজার, সাভার, মুন্সীগঞ্জ ও ময়মনমিংহসহ ১৯ জেলায় নতুন করে ৫১৪জনের করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তের মধ্যে চিকিৎসক, পুলিশসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন।
চট্টগ্রামে আরো ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দেড় হাজার ছাড়ালো। তাদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে ৮১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬০৭ জন।
গাজীপুরে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে ৭৮৮ জনের করোনা শনাক্ত হলো।
বগুড়ায় আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সাভারে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনা আক্রান্ত হয়েছে।এ নিয়ে সাভারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮৯ জনে।
ময়মনসিংহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে ৩৬৮ জনের করোনা শনাক্ত হলো।
গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন।
নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় পুলিশ সদস্যসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২শ’ ছাড়ালো।
গেলো ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে
মুন্সীগঞ্জে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৩।
রাঙ্গামাটিতে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন । এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫৬ জন।
সিরাজগঞ্জে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিরাজগঞ্জে ২৫ জনের করোনা শনাক্ত হলো।
গোপালগঞ্জে নতুন আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১শো ২৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, গাইবান্ধায় ৪ জন, হবিগঞ্জে ৩ জন, কুড়িগ্রামে ২ জন, মেহেরপুরে ২ জন ও ঝিনাইদহে নতুন করে একজন শনাক্ত হয়ে।