১ অক্টোবরের মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ঝুলন্ত তার সরিয়ে ফেলার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
১ অক্টোবরের মধ্যে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ঝুলন্ত তার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নিয়ম মানা না হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি ।
দুপুরে উত্তরা মহাখালী সড়কের কাওলা এলাকায় নির্মাণাধীন ইউলুপের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে একথা বলেন মেয়র ।যাটজট এড়াতে সাতরাস্তা থেকে হাউজ বিল্ডিং সড়কে ১১টি ইউলুপ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিলো ২৪ কোটি টাকা। একটি ইউলুপ কমিয়ে ১০টি ইউলুপে ৭ কোটি টাকা বাড়িয়ে ৩১ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের নির্মাণকাজ শেষ করারও নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম।