২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ড
- আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এই সিলেবাসে সংযুক্ত করা হয়েছে। এই পাঠ্যসূচির আওতায় সংশ্লিষ্টদের অবহিত করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে। একই নির্দেশ মেনে পাঠ্যসূচি তৈরিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবিকেও অনুরোধ করা হয়েছে। রোববার সংসদে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী মাস থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আগামী ৪ঠা ফেব্রুয়ারী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নিতে এরই মধ্যে স্কুল-কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।