২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ২০২২ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচি দিয়েছে শিক্ষাবোর্ড। এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাঠ্যসূচি রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত দু’টি নির্দেশনায় এ তথ্য জানা যায়। এনসিটিবি থেকে পাঠানো ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়। সিলেবাস অনুসারে ১৫০ দিনের পাঠদান শেষে এসএসসি পরীক্ষা হবে। আর এইচএসসি পরীক্ষা হবে ১৮০ দিন পাঠদান শেষে। এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী এই তথ্যের পাশাপাশি আরো জানান, আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেয়া হবে।