২০২৩ সালে ৬ হাজার ২৬১ টি সড়ক দূঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত
- আপডেট সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ১৬৯২ বার পড়া হয়েছে
২০২৩ সালে ৬ হাজার ২৬১ টি সড়ক দূঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত ও আহত ১০ হাজার ৩৭২ জন। সকালে,ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত বার্ষিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এসময় সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিবন্ধিত যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল ও ইজিবাইক ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সড়কে দূঘটনা ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। তিনি সড়ক দুর্ঘটনারোধে ১৪ দফা সুপারিশ তুলে ধরেন।
প্রতিদিন সড়কে ঘটছে দূঘটনা; সাথে প্রাণহীন। আর তা ক্রমাগত বাড়ছে।
২০২৩ সালে কেবল সড়কে ৬ হাজার ২৬১টি দূঘটনা ঘটে। এতে মারা যায় ৭ হাজার ৯০২ জন। আর আহত হয় ১০ হাজার ৩৭২ জন। পাশাপাশি
রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৪৭৫ জন আহত হয়।আর নৌপথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ রয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬ হাজার ৯২৯টি দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন নিহত এবং ১০ হাজার ৯৯৯ জন আহত হয়েছে। আর সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১ হাজার ৭৩৬টি।
আপস….
সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সড়ক দুর্ঘটনাকে ‘ভয়াবহ মহামারি’ মন্তব্য করে তা রোধে ১৪টি সুপারিশ তুলে ধরেন।
বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল ও চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সড়ক দূঘটনার মূল কারন তুলে ধরনে মোজাম্মেল হক চোধুরী।
সরকারের প্রথম অগ্রাধিকার প্রকল্পে সড়ক নিরাপত্তার বিষয়টি অর্ন্তভুক্তির পাশাপাশি সড়কের অবকাঠামো নির্মানে আগামী ৫ বছর নতুন সরকার দূর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা করেন মোজাম্মেল হক চৌধুরী।