২০২৩ সাল থেকে শিক্ষাদান ও পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার
- আপডেট সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দুই হাজার তেইশ সাল থেকে প্রচলিত শিক্ষাদান ও পরীক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ওই বছর থেকে মাধ্যমিকে একমাত্র এসএসসি ছাড়া কোন পাবলিক পরীক্ষায় বসতে হবে না শিক্ষার্থীদের। জাতীয় শিক্ষাক্রম রূপরেখায়, দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি জানান, ২০২৩ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী, তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না। থাকছে না পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী ও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাও।
শিক্ষামন্ত্রী জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফল মিলে হবে এইচএসসির ফল। এছাড়া দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজনও থাকবে না।
আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ১০০টি করে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এ শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। পরের বছর ধাপে ধাপে এবং ২০২৫ সাল থেকে পুরোপুরি নতুন এ শিক্ষাক্রম সারাদেশে বাস্তবায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।