২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত
- আপডেট সময় : ০২:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। অক্টোবর-নভেম্বর মাসে বসবে এই আসর। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা–আইসিসি এক সভাশেষে এ তথ্য জানিয়েছে।
এছাড়া ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি’র সাদা বলের বৈশ্বিক সকল টুর্নামেন্টের আয়োজক দেশ নিশ্চিত করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দু’বছর এই ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পাকিস্তানে ফিরবে আইসিসি’র টুর্নামেন্ট। ২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর ১২ মাস পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে। ২০৩০ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে আয়োজক হিসেবে থাকবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।