২০৯ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলংকা
- আপডেট সময় : ১২:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
যেমনটা ধারণা করা হয়েছিলো, তেমনটাই হয়েছে। ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা। তাতে দুই মাচের সিরিজ ১-০ তে জিতেছে লঙ্কানরা। স্বাগতিকদের দেয়া ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২২৭ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে।
৫ উইকেটে ১৭৭ রানে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ দিনে রোমাঞ্চকর কিছুর অপেক্ষায় থাকলেও অসম্ভবকে সম্ভক করার মিশনে ব্যর্থ লিটন দাস। এদিন ৬ রানে যোগ করেই ফিরেছেন লিটন, ব্যক্তিগত ১৭ রানে। তাসকিন-তাইজুলরাও টিকতে পারেননি। মিরাজের লড়াই ছিলো কেবল শান্তনার। ৩৯ রানে ফিরেছেন এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অভিষেক ম্যাচে সেরা বোলারের স্বীকৃতি জয়ভিক্রামার। এর আগে, ৯ উইকেটে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। আর প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৪৯৩ রানের জবাবে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট হয়েছিলো ড্র।