২০ লাখ মানুষ বছরের পর বছর জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছেন
- আপডেট সময় : ১০:৩১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরাসহ পার্শবর্তী খুলনা ও যশোরের কপোতাক্ষ, সালতা, মরিচ্চাপ ও বেতনা নদীর তীরবর্তী ২০ লাখ মানুষ বছরের পর বছর জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছেন। সরকারি উদ্যোগে পাম্প বসিয়ে পানি নিষ্কাষনের চেষ্টা হলেও, তাতে সুফল মিলছে না। পুরো এলাকার পরিবেশ এখন বিপর্যয়ের মুখে। তবে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শোনালেন আশার কথা। জলাবদ্ধতা নিরসণে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান তারা।
২৫ বছর ধরে কপোতাক্ষ, সালতা, মরিচ্চাপ ও বেতনা নদীর তীরবর্তী সাতক্ষীরা এবং পার্শবর্তী যশোর ও খুলনা জেলার ২০ লাখ মানুষ জলাবদ্ধতার কবলে। এসব এলাকায় নিরাপদ খাবার পানির সংকটের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি উদ্যোগে কয়েকটি পাম্প বসিয়েও বিস্তৃত এই এলাকার ২৬টি বিলের পানি নিষ্কাশন করা যাচ্ছে না। এরইমধ্যে পানিতে দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষন মারাত্মক আকার ধারণ করেছে।
জলাবদ্ধতা নিরসনে, নদী ও খাল খননের জন্য ৪৯৭ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। নদী বিশেষজ্ঞ দলের মাধ্যমে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। জলাবদ্ধতার এই অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি স্বাভাবিক জীবন ফিরে পেতে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।