২৪৫ তম জন্মদিন উদযাপন করলো মার্কিন যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
২৪৫ তম জন্মদিন উদযাপন করলো মার্কিন যুক্তরাষ্ট্র। মহামারির শোক কাটিয়ে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো দেশ।
১ বছরের বেশি সময় ধরে প্রায় সব ধরনের উৎসব আয়োজন বন্ধ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে। স্বাধীনতা দিবসে আকাশে ছিলো আতশবাজি,এ যেন নাগরিকদের সাধারণ জীবনে ফিরে যাওয়ার ইঙ্গিত। রোববার হোয়াইট হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মহামারির মধ্যে ১বছরের ব্যথা ও ভয় কাটিয়ে আলোর পথে যুক্তরাষ্ট্র। সব কিছু আবার নতুন করে শুরু হলেও করোনা এখনও অদৃশ্য হয়ে যায়নি। এখন সবাইকে টিকা নিতে হবে। টিকা নেয়াই এখন সবচেয়ে বড় দেশপ্রেমের কাজ বলে মন্তব্য করেন বাইডেন। এই দিন সাধারণ মানুষের উৎসবের জন্য খুলে দেয়া হয় হোয়াইট হাউজের দরজা। যেখানে উৎসব উদযাপনে অংশ নেন প্রায় ১ হাজার মানুষ। উৎসব উদযাপনে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ।