২৪ ঘণ্টার মধ্যেই চিত্রনায়িকা শিমু হত্যার রহস্য উদঘাটন
- আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টার মধ্যেই চিত্রনায়িকা শিমু হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আটক শিমুর স্বামী নোবেল, হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করার কথা জানিয়েছে স্বামী। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। এদিকে, শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে তিনদিন করে রিমান্ডে দিয়েছে আদালত।
সোমবার সকালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর সেতু এলাকায় চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে, ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিমুর মরদেহ শনাক্ত করে পুলিশ। পরে, তার গ্রিন রোডের বাসায় বিভিন্ন আলামত যাচাই-বাছাইয়ের পর তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও বন্ধু ফরহাদকে সন্দেহ করে তারা। সোমবার রাতেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে হত্যাকান্ড নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন, এসপি মারুফ।
এর আগে, কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করতে যান শিমুর স্বজনরা। তারা জানান, ১৮ বছরের দাম্পত্যজীবনে কোন অভিযোগ পাওয়া যায়নি।
রাজধানীর গ্রীন রোডের একটি বাসায় স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন বাংলা চলচ্চিত্রের এই নায়িকা। রোববার সকালে বাসা থেকে বের হন তিনি। দীর্ঘ সময় না ফেরায় ওই দিন রাতেই কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করে তার স্বজনরা।
১৯৯৮ সালে পরিচালক কাজী হায়াৎ এর “বর্তমান” ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন তিনি।