২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সনাক্তের ১৫১ তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৩ জন। একই সঙ্গে ২ হাজার ৬৫৪ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৬০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ১২ হাজার ৪১৬টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। মোট শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৭-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।