২৪ ঘণ্টায় ১০ জেলায় আড়াইশ’ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬৬ জনের, বগুড়ায় ২৫ জনের, ময়মনসিংহে ১৮ জন, নেত্রকোনায় ৪ জন এবং মুন্সীগঞ্জে ১১ জনসহ ১০ জেলায় আড়াইশ’ জনের করোনা শনাক্ত হয়েছে
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৬৬ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়ালো। তাদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ায় আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৬৮ জনের করোনা শনাক্ত হলো। নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় পুলিশ সদস্যসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২শ’ ছাড়ালো।
হবিগঞ্জে নতুন করে আরো ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে। গেলো ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে।
সিরাজগঞ্জে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ডাক্তার ও এক স্বাস্থ্য সহকারীকে নিয়ে এ পর্যন্ত জেলায় ২৫ জনের করোনা শনাক্ত হলো। গাইবান্ধায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে ৩৩ জন করোনায় আক্রান্ত। ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫১৩।