২৪ ডিসেম্বর মাঠে গড়াবে ডিএনসিসির মেয়র কাপের আসর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ডিএনসিসি মেয়র কাপের ড্র ও জার্সি উন্মোচন করা হয়েছে আজ।
দুপুরে উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মেয়র আতিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ক্রিকেট, ফুটবল ও ভলিবল– তিন ডিসিপ্লিনে হচ্ছে এবারের আসর। ক্রিকেট ও ফুটবল ইভেন্ট থেকে অংশ নিচ্ছে ৫৪ ওয়ার্ডের ৫৪ দল। আর ভলিবল বিভাগে অংশ নিচ্ছে ১৮ ওয়ার্ডের ১৮টি দল। ক্রিকেট ও ফুটবলের ৫৪ দল খেলবে ১৮ গ্রুপে ভাগে হয়ে। নকআউট পর্ব নিশ্চিত হবে ১৮ দল থেকে। এর পরের রাউন্ডে যাবে ৯ দল। লটারির মাধ্যমে দুই দল লড়বে কোয়ার্টার ফাইনালের মিশনে। ভলিবলের ১৮ দল খেলবে তিন গ্রুপে ভাগ হয়ে। ২৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ডিএনসিসির মেয়র কাপের এবারের আসর।