২৫ বছর ধরে পাকা কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয় চালাচ্ছেন প্রধান শিক্ষক রজব আলী
- আপডেট সময় : ০২:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
মাগুরায় অনিয়ম আর স্বেচ্ছাচারে ২৫ বছর ধরে পাকা কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয় চালাচ্ছেন প্রধান শিক্ষক রজব আলী। নিজেই সভাপতি নিয়োগ বোর্ডে থেকে বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন নিজের বোনকে ও সভাপতির ছেলেকে। এছাড়া নিয়ম-নীতি উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালনা করা ছাড়াও ব্যাংকে জমা না দিয়ে নিজেই খরচ করেন । ব্যাংকে বর্তমান স্থিতি ৫৫০ টাকা ৮৬ পয়সা।অর্থ আত্মসাৎ এর জন্যই প্রধান শিক্ষক এ কৌশল নিয়েছেন বলে সন্দেহ এলাকাবাসীর।
মাগুরা সদর উপজেলায় পাকা কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন রজব আলী।
২০ জন শিক্ষক- কর্মচারী ও ৩০০ ছাত্রছাত্রী থাকা এই বিদ্যালয়ের বয়স ৩১ বছর। নিয়ম অনুসারে বিদ্যালয়ের কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে বিদ্যালয়ের ব্যাংক হিসাব পরিচালনা হওয়ার কথা । কিন্তু সাবেক সভাপতিকে দিয়েই ৯ বছর ধরে ব্যাংক হিসাব পরিচালনা করে যাচ্ছেন প্রধান শিক্ষক।মেয়াদ শেষ হওয়ার পরও বিদ্যালয়ের ব্যাংক হিসাবে নিজের নাম থাকার কথা স্বীকার করেছেন সাবেক সভাপতি নজরুল ইসলাম।
লেনদেনের এই বিষয় জানেন না বর্তমান সভাপতি। স্থানীয়দের সন্দেহ অর্থ আত্মসাৎ এর জন্যই এমন কৌশল নিয়েছেন প্রধান শিক্ষক।বিদ্যালয়ের জনবল নিয়োগেও অনিয়ম করেছেন প্রধান শিক্ষক। ২৫ বছর ধরে কর্মরত বর্তমান আয়াকে বাদ দিয়ে বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন নিজের বোনকে ও বর্তমান সভাপতি এর ছেলেকে পরিচ্ছন্নতা কর্মী পদে।প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এর সাথে যারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা।
প্রধান শিক্ষকের এমন সব কার্যকলাপের সঠিক তদন্ত হলে বিদ্যালয়ের টাকা লোপাটে ও অবৈধ নিয়োগের আসল রহস্য় বেরিয়ে আসবে বলে মনে করেন স্থানীয়রা।