২৫ বা ২৬ জানুয়ারি ভারত থেকে করোনা ভ্যাকসিনের প্রথম চালানটি দেশে আসবে
- আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫ বা ২৬ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিনের প্রথম চালানটি আসবে বাংলাদেশে। এর এক সপ্তাহ পরেই সারাদেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হবে। ভ্যাকসিন দেয়ার জন্য ঢাকায় তিনশ’র মতো ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্র এবং ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, দেশে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা সংক্রমণ প্রতিরোধের মতো ভ্যাকসিন দেয়ার কর্মসূচিতেও ভালো করার আশা প্রকাশ করেন তিনি। হেদায়েত উল্যাহ সীমান্তের প্রতিবেদন।
বর্তমানে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বক্তব্যের শুরুতেই করোনাকালীন স্বাস্থ্য খাতে নানা অনিয়ম অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সরকারের সফলতার কথা তুলে ধরেন মন্ত্রী। জানান করোনা মহামিরর মধ্যে ঘুড়ে দাঁড়িয়েছ স্বাস্থ্যখাত, নেই শয্যা কিংবা আইসিইউ সংকট।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সপ্তাখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সেরাম থেকে নেয়া অক্সফোর্ডের প্রথম ৫০ লাখের চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারারের উপহার হিসেবে দেয়া ভ্যাকসিনও।
৪ লাখ মানুষের জন্য ফাইজারের ৮ লাখ ডোজ আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ভ্যাকসিন সংরক্ষণে কোল্ড চেইন সীমিত আছে। তা সংরক্ষণে উপযোগী রেফ্রিজারেটর আনা হচ্ছে জাতিসংঘের সহায়তায়।
স্বাস্থ্যমন্ত্রী জনান, করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় সরকারের বিশেষ নজরদারি থাকবে। নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরে যে কোনো প্রতিষ্ঠান চাইলেই ভ্যাকসিন আনতে পারবে। তবে দামে সরকারের নিয়ন্ত্রণ থাকবে বলেও জানান জাহিদ মালেক।
দেশে বিভিন্ন পরীক্ষা স্থগিত থাকলেও মেডিকেল কলেজের সকল পরীক্ষা চলমান, জানিয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা এপ্রিলে আয়োজন করা হবে।