২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিত

- আপডেট সময় : ০৮:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিত। তিন দিনের প্রতিযোগতা শেষে আসরের পর্দা নামবে ২৯ আগস্ট।
দুপুরের রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের যাবতীয় বিষয় নিয়ে ব্রিফিং করে দাবা ফেডারেশন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। সাধারাণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। টুর্নামেন্টে অংশগ্রহন করবে বিশ দেশের ৪০জন প্রতিযোগি। এরই মধ্যে ৯টি দেশের দাবারুরা টুর্নামেন্টে অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছে। টুর্নামেন্টে প্রাইজমানি থাকছে ১০ হাজার মার্কিন ডলার। যা ভাগ হয়ে পুরো টুর্মামেন্টের জন্য সাড়ে সাত হাজার আর শুধু বাংলাদেশী প্রতিযোগীদের জন্য থাকছে জন্য আড়াই হাজার মার্কিন ডলার পুরস্কার। টুর্নামেন্টে পুষ্ঠপোষকতা করবে সাইফ পাওয়ারটেক। এদিকে, আগামী মাস থেকে শুরু হচ্ছে জেলা দাবা লিগ।