২৭ জুলাইয়ের মহাসমাবেশ রুখে দিতে আ’লীগ নতুন চ’ক্রান্ত করছে : ফখরুল
- আপডেট সময় : ১২:৪২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
জনগণের আন্দোলন ২৭ জুলাইর মহাসমাবেশ রুখে দিতে আওয়ামী লীগ নতুন চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবী সমাবেশে তিনি এ অভিযোগ করেন। শান্তিপূর্ণ মহাসমাবেশ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে, সকল দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীন বিচার বাস্তবায়নের দাবিতে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইনজীবী সমাবেশের আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।
সরকার জনগণের কাছে সংবিধানকে হাস্যকর করেছে বলে মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অস্ত্র মজুত নিয়ে বক্তব্যের সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, সুচিন্তিতভাবে দেশে সহিংসতা ছড়িয়ে দিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ বর্তমান সরকারের পরিবর্তন চায়।