২৭ দিন পর করোনামুক্ত হলেন খালেদা জিয়া
- আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপি নেত্রী খালেদা জিয়া করোনাভাইরাস মুক্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তিনি করোনাভাইরাস থেকে মুক্ত হলেন। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন সচিব জানিয়েছেন, আবেদনের কপিটি পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক দলের একজন সদস্য শনিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, মোট তিনবার খালেদা জিয়ার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এবারের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে, শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড জরুরী বৈঠকে বসে। তার চিকিৎসা ব্যবস্থা আগের নিয়মেই চলছে। ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।