২৭ দিন পর দুবাইয়ের দেরা নায়েফ এলাকার লকডাউন খুলেছে
- আপডেট সময় : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৭ দিন পর সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরা নায়েফ এলাকার লকডাউন খুলে দেওয়া হয়। নাইফ পুলিশ স্টেশন থেকে সন্ধ্যা ৭ টায় আনুষ্ঠানিক ভাবে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ৩১ মার্চ আমিরাতের সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা দুবাই নায়েফকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। রমজান মাস উপলক্ষে পুরো আমিরাতের লকডাউন শিথিল করা হয়েছে। এখন থেকে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চলবে। যার ফলে এই সময়ে বিধিনিষেধ জারি থাকবে। ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্বাভাবিক চলাফেরা করা যাবে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক জানান, লকডাউন শিথিল করলেও, কিছু নিয়ম মেনে চলতে হবে। ঘরের বাইরে মাস্ক পরিধান না করলে, এক হাজার দিরাম জরিমানা দিতে হবে। বেশ কিছু রোডে বাস চালু হয়েছে। দুবাই মেট্রো সপ্তাহে ছয়দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকবে। দুবাইয়ের বিজনেজ সেন্টার, শপিংমলসহ বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। তবে মসজিদ, পর্যটন কেন্দ্র, বিজ ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে।