২৮ জুলাই শুক্রবার পূর্বঘোষিত মহাসমাবেশ করার সিদ্ধান্ত বিএনপি
- আপডেট সময় : ১২:৩৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবীতে ২৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন পূর্বঘোষিত মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এদিন দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা জানিয়েছে দলটি। রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বিএনপি আশা করে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত মহাসমাবেশে সরকার কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না।
নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও শান্তিপূর্ণভাবে উসনাকিতে পা না দিতে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এর আগে দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজভী। তিনি দাবি করেন, বিএনপির মহাসমাবেশ ঠেকাতে পুলিশ সারাদেশে নেতাকর্মীদের আটক করছে।
সট: রুহুল কবির রিজভী,সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি।
দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি সীমান্ত দিয়ে অস্ত্র আনছে; আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেন রিজভী।