মানুষের ভাগ্যন্নোয়নে ২৯ বছরে কাজ করেনি কেউ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিলো, কেউই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেনি। তিনি বলেন, গেল সাড়ে ১৪ বছরে যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। সকালে পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশে সব কিছু স্মার্ট হবে সরকারের এটাই লক্ষ্য উল্লেখ করে, আওয়ামী লীগ আছে বলেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
স্বপ্নের পদ্মা সেতুতে বাসের পরে এবার খুলল রেল চলাচলের পথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে পূরণ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্ন। ৮২ কিলোমিটার পথে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতিতে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ছুটবে ট্রেন।
বেলা ১২টা ২৩ মিনিটে মাওয়া রেলওয়ে স্টেশন প্রান্ত থেকে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে সকাল ১১টায় মাওয়া রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি। এরপর যোগ দেন উদ্বোধন উপলক্ষে মাওয়া পান্তে আয়োজিত সুধী সমাবেশে। বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতু হয়ে রেল চলাচলের মাহেন্দ্রক্ষণকে ‘স্বপ্ন পূরণের দিন’ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলের উন্নয়নে নানমূখী পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের উন্নয়ন করেছে বলে জানান সরকার প্রধান। স্মার্ট বাংলাদেশের সবকিছুই স্মার্ট হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
পরে টিকেট কেটে ছোটবোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরাসহ সফর সঙ্গীদের নিয়ে ট্রেনে চড়ে মাওয়া রেল ষ্টেশন থেকে ভাঙ্গার উদ্দ্যশে রওয়ানা হন শেখ হাসিনা।