২ মাসেও রুশ হামলা বন্ধের লক্ষণ নেই ইউক্রেনে
- আপডেট সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে মিথ্যা গণভোটের প্রস্তুতি নিচ্ছে ভ্লাদিমির পুতিন সরকার। এমন শঙ্কা জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলের খেরসন এবং ঝাপোরিঝিয়া অঞ্চলে রুশ সরকার স্বাধীন ভোটের পরিকল্পনা করছে।
রিওপোলে আটকা পড়া সেনাদের হত্যা করলে বা দখলকৃত শহরে গণভোট আয়োজন করলে মস্কোর সাথে শান্তি আলোচনা বন্ধ করে দেবে কিয়েভ। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। তিনি সংবাদমাধ্যমকে বলেন, মারিওপোলের ইস্পাত কারখানায় আটকা পড়া সেনা ও বেসামরিক নাগরিকদের রক্ষায় সব ধরনের প্রস্তাবই দেয়া হয়েছে মস্কোকে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা। প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়াকে মোকাবেলায় আরও ভারি অস্ত্র প্রয়োজন তাদের। ইউক্রেনের খারকিভে শনিবার রাতভর হামলা চালিয়ে নয়টি সামরিক স্থাপনাসহ চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই গুদামগুলোতে আর্টিলারি অস্ত্র মজুত ছিল ।