২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক
- আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। সকালে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এরমধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ৪৮৫ কোটি ১৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৮২ কোটি ৬০ লাখ এবং বৈদেশিক উৎস থেকে পাওয়া যাবে ১ হাজার ২ কোটি ৪২ লাখ টাকা। দুপুরে সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে “বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১” এবং “টেকসই উন্নয়ন অভীষ্ট : বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন ২০২০” এর মোড়ক উন্মোচন করেন তিনি।
সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, একনেকে পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
এ সময় অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।
এছাড়া ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার উপায় বের করতেও প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।